কালিগঞ্জে মরণফাঁদ অবৈধ ট্রলি-ট্রাক্টর: প্রশাসনের নীরবতায় ঝরছে প্রাণ – Somoyedition

কালিগঞ্জে মরণফাঁদ অবৈধ ট্রলি-ট্রাক্টর: প্রশাসনের নীরবতায় ঝরছে প্রাণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২১, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে আতঙ্কের আরেক নাম অবৈধ ট্রলি, ট্রাক্টর, ড্রাম্পার, ইঞ্জিন ভ্যান নসিমন, করিমন। দিনরাত আঞ্চলিক মহাসড়ক সহ উপজেলার বিভিন্ন গ্রামের অলি গলিতে দাপিয়ে বেড়াচ্ছে এ সব অবৈধ ট্রলি, ট্রাক্টর , ড্রাম্পার ,ইঞ্জিনভ্যান ,নসিমন, করিমন করিমন ভটভটি। এসব অবৈধ যানের বেপরোয়া চলাচলের কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থী, পথচারী, সাধারণ মানুষ। বেপরোয়া গতি ও শব্দে আতঙ্কে থাকতে হয় ছোট যানবাহন সহ পথচারীদেরকে। এই সমস্ত অবৈধ যানের বিকট আওয়াজে কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের বুক ধড়ফড় শুরু করে দেয়। গত ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে উপজেলার বেজুয়া নামক সড়কে বেপরোয়া গতিতে ট্রলির চাপায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাহির হোসেন ট্রলির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেলেও তার বাবা মোটর সাইকেল চালক ও তার ছোটবোন গুরুতর আহত অবস্থায় অল্পের জন্য রক্ষা পায়। নিহত শিক্ষার্থী মাহির হোসেন বেজুয়া গ্রামের রবিউল ইসলাম গাজীর পুত্র। এরপরও উপজেলা জুড়ে প্রশাসনের নাকের ডগায় দাপিয়ে বেড়াচ্ছে এই সমস্ত অবৈধ অনুমোদনবিহীন ইঞ্জিন চালিত ট্রাক্টর, ইঞ্জিনভ্যান, ট্রলি, ড্রাম্পার, নসিমন ,করিমন, ভটভটি। জেলা ও থানা প্রশাসনের কোন পদক্ষেপ না থাকায় দিন দিন পথ দুর্ঘটনা বেড়ে চললেও অদৃশ্য কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি উপজেলা প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করতে। এছাড়া মহাসড়ক ও গ্রামের কাচাপাকা রাস্তা ভেঙ্গে যাওয়ার জন্য বেশিরভাগ অংশে দায়ী করা হয় এসব অবৈধ ইটভাটা সহ মাটি টানার কাজে ব্যবহৃত ট্রলি, ড্রাম্পার ইঞ্জিনভ্যান সহ অবৈধ যানের। রাস্তাগুলো সরু হওয়ায় এ সব রাস্তায় অন্যান্য যানবাহন চলাচল ও ক্রসিং করতে সমস্যা ও দুর্ঘটনার কবলে পড়তে হয়। ফলে সড়কে যানজট লেগেই থাকে। আর এ সব অবৈধ ট্রাক্টরসহ যানবাহনের বিরুদ্ধে কথা বললে মালিক শ্রমিকদের রোষানলে পড়তে হয় সাধারণ মানুষের। ট্রাক্টরগুলো জমিতে হালচাষ করার কথা থাকলেও মালিকগণ বেশি আয়ের আশায় বিভিন্ন ট্রলি, জুড়ে দিয়ে ইট ভাটার ইট, বালু, সিমেন্ট ,কয়লা পরিবহনে সারা বছর ব্যস্ত থাকে। এ সকল মালামাল পরিবহন করার সময় রাস্তায় সাধারণ মানুষের ধুলো বালিতে হাঁচি ,কাশি সহ শ্বাস কষ্টের মতো রোগ লেগেই থাকে। এই অবৈধ ও অনুমোদনবিহীন যান চলাচল বন্ধের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে উপজেলা বাসী।