কুমিল্লায় দুই সাংবাদিক নেতার পিতামাতার রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও শোক সভা – Somoyedition

কুমিল্লায় দুই সাংবাদিক নেতার পিতামাতার রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও শোক সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২১, ২০২৬

কুমিল্লা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও কুমিল্লা টোয়েন্টিফোর টিভির চেয়ারম্যান তাওহীদ হোসেন মিঠু’র মা এবং কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য ও আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল সুমনের পিতার রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বুধবার সন্ধ্যায় কুমিল্লা প্রেস ক্লাবের হলরুমে এই আয়োজন করা হয়।

শোক সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, কুমিল্লা প্রেস ক্লাবের সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল, সিনিয়র সদস্য মোঃ সহিদউল্লাহ, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাসেল সোহেল, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না এবং সাংগঠনিক সম্পাদক মঈন নাসের খান রাফি।

বক্তারা বলেন, মরহুমরা নিজ নিজ পরিবার ও সমাজে ছিলেন সম্মানিত ও স্নেহশীল মানুষ। তাঁদের ইন্তেকালে পরিবার এবং সাংবাদিক সমাজে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে স্মৃতিচারণ করা হয়। মিলাদ মাহফিল শেষে মরহুমদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মাছরাঙা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি আশিকুর রহমান আশিক, কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান, কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য সাকলাইন যোবায়ের, অর্থ সম্পাদক মোঃ মাইনউদ্দিন, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন, সদস্য মোঃ সাফি, বার্তা বাজারের প্রতিনিধি মোঃ সোহান আহমেদ সুমনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।