কুমিল্লার গোমতী নদী ব্রিজ থেকে বাগড়া বাজার সড়কটির বর্তমান অবস্থা চরমভাবে বেহাল। দীর্ঘদিন ধরে এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ একাধিকবার সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।
উল্লেখযোগ্য বিষয় হলো—কুমিল্লা গোমতী নদী ব্রিজ ইতোমধ্যে সংস্কার করা হলেও, ওই ব্রিজ সংলগ্ন গোমতী ব্রিজ–বাগড়া বাজার সড়কটি সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি আরও তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, শিক্ষার্থী, রোগীবাহী যান ও ব্যবসায়ীরা চরম ক্ষোভ প্রকাশ করছেন।
স্থানীয় সাধারণ মানুষের ভাষায়—সরকার আসে, সরকার যায়; নেতা আসে, নেতা যায়। সকাল-বিকাল শুধু আশ্বাসই শোনা যায়, কিন্তু সংস্কার আর হয় না।”
প্রশ্ন উঠছে—সাধারণ মানুষের এই দুর্ভোগ কি আদৌ কোনো দিন লাঘব হবে? নাকি ভাঙাচোরা এই সড়ক নিয়েই আমাদের চলতে হবে অনির্দিষ্টকালের জন্য?
এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের জরুরি দৃষ্টি আকর্ষণ করছেন। অবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হচ্ছে।
