প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, মৌখিকে ডাক ৬৯ হাজার ২৬৫ জন – Somoyedition

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, মৌখিকে ডাক ৬৯ হাজার ২৬৫ জন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২১, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ৬৯,২৬৫ জন প্রার্থী।

বুধবার ২১ জানুয়ারি সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন পার্বত্য জেলা এই পরীক্ষায় অংশ নেয়নি।

লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এটি সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এই ফলাফলের মাধ্যমে নিয়োগের কোনো নিশ্চয়তা দেয়া হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফলে কোনো ভুল, ত্রুটি বা মুদ্রণজনিত সমস্যা ধরা পড়লে তা সংশোধন বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করা হতে পারে। কোনো প্রার্থী ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তার ফলাফল বাতিল করা হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুসারে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচিত হবে।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

প্রার্থীরা তাদের রোল নম্বর নিচের ওয়েবসাইটগুলোয় দেখতে পারবেন:

• মূল মন্ত্রণালয়ের সাইট: https://mopme.gov.bd

• প্রাথমিক শিক্ষা অধিদপ্তর: https://dpe.gov.bd

প্রার্থীদের শুভেচ্ছা।