ঢাকা, ২২ জানুয়ারি ২০২৬ – আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারত সফরে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত শঙ্কাকে গুরুত্ব না দেয়ায় দেশটি বিশ্বকাপে অংশগ্রহণ না করলে বিকল্প দলকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
এই পরিস্থিতিতে আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকটি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে। এতে ক্রিকেটারদের চলমান পরিস্থিতি ও সরকারের অবস্থান সম্পর্কে অবহিত করা হবে। এছাড়া ক্রিকেটারদের মতামত শোনার সুযোগও থাকবে।
এর আগে অধিনায়ক লিটন দাস জানিয়ে ছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে খেলোয়াড়দের সঙ্গে পর্যাপ্ত আলোচনা করা হয়নি। ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকে বাংলাদেশ দলের অংশগ্রহণের সিদ্ধান্ত, উদ্ভূত পরিস্থিতি ও সম্ভাব্য করণীয় বিষয়গুলো আলোচনা করা হবে।
উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপপর্বের চারটি ম্যাচ ভারতেই হওয়ার কথা। তবে নিরাপত্তার কারণে বিসিবি ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন করেছিল এবং প্রয়োজনে গ্রুপ পরিবর্তনের কথাও জানিয়েছিল। আইসিসি সব আবেদন খারিজ করে বাংলাদেশকে কঠোর অবস্থানে রেখেছে।
