কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণের ভোটে আগামী নির্বাচনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। তিনি বলেন, এই জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্ণেল অলি আহমেদ এবং জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিরা রয়েছেন।
বুধবার বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার তের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকার হোটেল খাদিজা ইনে।
ডা. তাহের বলেন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে। তিনি নির্বাচিত হলে দলীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে মূল্যায়ন করবেন না। সবাইকে সমান গুরুত্ব দিয়ে কাজ করবেন। তিনি বলেন, আসন্ন নির্বাচন একটি বড় চ্যালেঞ্জ। আগামীর বাংলাদেশ হবে সব শ্রেণির মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ। তরুণ প্রজন্মের জন্য একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে এই নির্বাচনকে মাইলফলক হিসেবে নিতে হবে।
নারী অধিকার প্রসঙ্গে তিনি বলেন, নারীদের কখনো পিছিয়ে দেখা হয় না। তারা পুরুষের মতোই সম্মান পাওয়ার যোগ্য। নারী অধিকারের প্রশ্নে জামায়াত সোচ্চার।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে দেশ ভারতীয় আধিপত্য থেকে মুক্ত হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। যুব সমাজ জীবন ও রক্ত দিয়ে এই পরিবর্তন এনেছে।
নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে ডা. তাহের বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে তিনি কোনো দুর্নীতিতে জড়াননি। পরে মিথ্যা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ১৮ মাস কারাগারে রাখা হয়। সব তদন্ত শেষে সরকার তাকে দুর্নীতিমুক্ত হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মু. সাহাব উদ্দিন এবং পৌর আমীর মাওলানা মু. ইব্রাহিম।
সভায় আরও বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মো. রুহুল আমিন, ওয়াজী উল্লাহ ভূঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, আবুল খায়ের, এমদাদুল হক শাহী, মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, মুন্সীরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন, ভিপি জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য মো. মামুন, আবদুল মমিন ভেন্ডার, সৈয়দ আহমেদ এবং ছোয়াব মেম্বার।
