রমজানের আগেই এলপিজি সংকট কাটবে। জ্বালানি উপদেষ্টার আশ্বাস – Somoyedition

রমজানের আগেই এলপিজি সংকট কাটবে। জ্বালানি উপদেষ্টার আশ্বাস

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২১, ২০২৬

আগামী ফেব্রুয়ারি মাসে রোজা শুরু হওয়ার আগেই দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির সংকট সমাধান হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান জানান, ইরান থেকে আমদানি করা এলপিজি বহনকারী জাহাজগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশে এলপিজি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিকল্প দেশ থেকে এলপিজি আমদানি করা হচ্ছে। রমজানের আগেই সরবরাহ স্বাভাবিক হবে।

তিনি বলেন, এলপিজি আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করা হয়েছে। বড় আমদানিকারক ও কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। আগে ইরান থেকে নিয়মিত এলপিজি আসতো। নিষেধাজ্ঞার কারণে সেই জাহাজগুলো আর আসতে পারছে না। এজন্য সাময়িক সমস্যা হয়েছে। এখন বিকল্প উৎস থেকে এলপিজি আনা হচ্ছে।

এলপিজি বিক্রির সময় অনেক ক্ষেত্রে রসিদ না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যতটা সম্ভব এই অনিয়ম কমানোর চেষ্টা চলছে। সরকারের সামর্থ্যের মধ্যে থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে গ্রাহক কম দামে এলপিজি পায়।

তিনি আরও বলেন, এলপিজি একটি বেসরকারি খাতভিত্তিক পণ্য। এখানে সরাসরি সরকারি নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে এলপিজির দাম সমন্বয় করা হয়।

ফাওজুল কবির খান জানান, আগে এলপিজি আমদানি নিয়মিতভাবে মনিটরিং করা হতো না। এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ও জ্বালানি বিভাগের মধ্যে একটি সমন্বিত সিস্টেম তৈরির চিন্তা করা হচ্ছে। এর মাধ্যমে আগাম আমদানির অবস্থা মূল্যায়ন করা সম্ভব হবে।